বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কপি ফাষ্ট করার জন্য দারুন একটি সফটওয়্যার। কম্পিউটারের কপি পেষ্ট এর কাজগুলিকে দ্রুত গতীতে করতে যার কোন জুড়ি নেই। হ্যা বন্ধুরা, সফটওয়্যারটি নাম হচ্ছে সুপার কপি ( Super Copy )।
কম্পিউটারে দ্রুত গতীতে কপি পেষ্ট এর কাজ করতে বা যে কোন প্রকার ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে যতগুলি কপি ফাস্টার সফটওয়্যার রয়েছে সুপার কপিয়ার (SuperCopier) তার মধ্যে অন্যতম। Super Copy Software টি Windows Explorer এই সরাসরি এপ্লাই হয়ে কপি ফাস্ট এর কাজগুলিকে নিয়ন্ত্রণ করে এবং ডিফল্ট উইন্ডোজ স্পিডের চেয়ে আরও অধিক বেশী শক্তিতে ফাইল ট্রান্সফার ও কপি করে থাকে। Bangla Tutorial and Free Download Super Copy Software Latest Version 202১ |
কিছু কিছু সময় সুপার কপি যদিও বিশেষ কিছু কাজে বাধা প্রদান করে এবং ফাইল ট্রান্সফার ফ্রিজিং করে, এ ধরনের অবস্থাতে সুপার কপি সফটয়্যারটির প্রসেস এক্সিট করে আবার অন করে নিলেই হবে। বাড়তী ঝামেলা বা চিন্তার কিছু নেই। এছাড়াও আরও কিছু বিস্তারিত আলোচনা নীচের ভিডিওতে করা হয়েছে। তাই সম্পূর্ণ ধারনা পাবার জন্য ভিডিওটি দেখে নিন, এবং সুপারকপি সফটয়্যারটি ডাউনলোডের জন্য ভিডিওর নীচের লিংক ব্যবহার করুন।
|| Download Links And Software Information ||
File Name:SuperCopier 2.0.4 Latest VersionOperating System:WindowsLatest Update:25 July 2021.