Walton Laptop Tamarind EX710G Pro Review ||
প্রিয়
বন্ধুরা আজকে আমরা দেশি
ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ নিয়ে। দেশিও পন্য কিনে
হন ধন্য এই কথা যেমন একজন দেশ প্রেমিক নাগরিকের জন্য অতিব জরুরী। ঠিক তেমনি ভাবে
আমাদের কাছ জরুরী সেই পন্যটি সর্ম্পকে আপনাদেরকে বিস্তারিত অবগত করা। Walton এর
ল্যাপটপ কেমন, আপনারা কিনবেন কিনা? কাদের
জন্য ভালো হবে? কারা দূরে থাকতে পারেন, বা
এটা যে দামে এসেছে সেই দামে কতটুকু কি আপনাকে দিতে পেরেছে, এ
বিষয়গুলো আমরা আজ আজকের এই আলোচনাতে বিস্তারিত তুলে ধরবো।
Port : বাম পাশে এ পেয়ে যাবেন চার্জিং পোর্ট একটি SIM কার্ড স্লটও দেওয়া হয়েছে সাথে। যেটা আপাতত disable অবস্থায় পাবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন একটি USB port এরপরে রয়েছে power switch, যার মাধ্যমে আপনি মূলত এটাকে on করবেন। তারপরে আপনি দুই দুটো three point five মিলিমিটার জ্যাক লক্ষ্য করবেন। যার একটির মাধ্যমে আপনারা microphone ব্যবহার করতে পারবেন এবং একটার মাধ্যমে airphone ব্যবহার করতে পারবেন। তবে এই জিনিসটাকে একটার মাধ্যমেও করা যেত তাহলে আরো বেশি সহজ হতো ব্যবহারকারীদের জন্য। এটা অবশ্য ব্যবহারকারীদের মতামত নয়, এটা নিতান্তই আমার নিজস্ব মতামত। তবে এরকম থাকলে হয় কি দুইটা আলাদা আলাদা ব্যবহার করার সুযোগ থাকে।
Display : Okay কথা বলা যাক display নিয়ে। এই ল্যাপটপটির display র size হলো চোদ্দ ইন্স. এটা IPS LCD প্যানেল যা ফুল HD প্লাস রেজুলেশন এর। আর এটা কিন্তু ম্যাট গ্লোসি নয় গ্লোসি হলে যে জিনিসটা হয় ডিসপ্লেতে লাইট পড়লে পরে reflection দেখা যায়। তো ম্যাট হওয়া তে এই সুবিধাটা অবশ্যই পাচ্ছেন দেশিও এই পণ্যটাতে। Display এর quality অবশ্যই ভালো রয়েছে যেহেতু IPS LCD panel এর কাছ থেকে অবশ্যই ভালো quality পেয়ে যাবেন। বেশ vibrant color দেয় দেখতে অবশ্যই ভালো লাগবে আপনার। আর এর brightness সেটা আপনার কাছে মনে হবে একদম ঠিকঠাক রয়েছে। মূলত laptop গুলো আসলে indoor এ ব্যবহার হয়ে থাকে। সেই হিসাবে এর যে brightness সেটা একেবারেই ঠিকঠাক বা খাপে খাপ।
Keyboard : এবারে কিবোর্ড, ওয়ালটন এর এই ল্যাপটপটিতে আপনি বিজয় লে আউট এর কিবোর্ড পেয়ে যাবেন, যেটা আপনাদের অনেকেরই প্রয়োজন হতে পারে কারণ, বাংলা টাইপিং এর একটা বিষয় থাকে আমাদের দেশের ক্ষেত্রে বেশ প্রয়োজনীয়ও বটে। এর কিবোর্ড থেকে আপনি খুব ভালো রকমের একটা ফিল পাবেন। তবে একটা বিষয় আপনার মনে হতে পারে আর তা হলো, দুইটা key এর মাঝে gap টা যদি একটু কম হতো তাহলে মনে হয় বিষয়টা আরো দারুণ হতে পারতো। সেক্ষেত্রে যে জিনিসটা হতো typing mistake হওয়ার possibility কম থাকতো, বিশেষ করে যারা সবেমাত্র লেখালেখিতে হাত দিয়েছেন তাদের ক্ষেত্রে। তবে এগুলো আসলে অভ্যাসের ব্যাপার কয়েকদিনের মধ্যেই আপনি ইউজ টু হয়েও যাবেন আর এই keyboard টা কিন্তু ব্যকলাইট যার কারনে keyboard থেকে আপনি আলো জ্বলতে দেখবেন এবং যেটাকে আপনি three step এ বা three stage এ set up করে নিতে পারবেন। যদিও যতটুকু আলো হয় তাতে খুব ভালো ভাবেই একদম লাইট off করেও এটাকে চালানো যায়। কিবোর্ডের পরেই রয়েছে Task Pad. যেটা বেশ responsible smooth. তবে এর size টা আরেকটু বড় হলে হয়তো মনে হয় ভালো হত। সেই ক্ষেত্রে কাজ করতে একটু সুবিধা হত। কারন এখানে যে দুইটা বাটন রয়েছে, সেটা ততটা Tackle Feel দেয় না। এটা মনে হয় একটু বড় হলেই ভাল হত মনে হচ্ছে।
Speaker : এবারে এর speaker এবং sound quality সম্বন্ধে একটু জানা যাক। Laptop টির নিচের দিকটাতে দু পাশে আপনারা লক্ষ্য করবেন দুইটা speaker grill রয়েছে। তো Laptop টা আসলে খুব একটা উঁচু হয় না, যখন কিনা আপনি নিচে রাখবেন। তো যে কারণে আপনার মনে হতে পারে সাউন্ড একটু কম বের হচ্ছে বা আটকে যাচ্ছে কিনা? আসলে বিষয়টা সেরকম না, laptop টাকে যদি আপনি হাতে তুলেও রাখেন তাও খেয়াল করবেন যে sound level টা একটু কম রয়েছে.। আমার যা মনে হয়, এর যে speaker grill, এই বরাবর আসলে এর speaker grill টি নেই সেটা হয়তো বা একটু distance এ রয়েছে এবং সেখান থেকে পাইপিংয়ের মাধ্যমে speaker grill এই জায়গায় নিয়ে আসা হয়েছে। যে কারণে এর থেকে sound একটু আমরা কম পাবেন। তবে একটি studio surrounding sound দেয় যেটা শুনতে বেশ ভালোই লাগে আর কি। Over all বিবেচনায় বলা যায় এর sound quality তে আর একটু improvement এর জায়গা অবশ্যই আছে। এই বাজেট বিবেচনায় এর থেকে আরেকটু loud and clear sound আশা করা যায়। সেটা খুব বেশি দাবি হবে না।
Cooling performance : তো performance এ যাওয়ার আগে এর thermal বা cooling সিস্টেম সম্বন্ধে একটু জানা যাক। এর নিচের দিকটাতে আপনারা লক্ষ্য করলে দেখবেন সেখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। মূলত এটার মাধ্যমে বাতাসটাকে টেনে ভিতরের দিকে নেবে এবং ওই নিচ থেকে বাতাস টেনে নিয়ে বের করার জন্য exist রাখা হয়েছে । তার মানে বাতাসটা যখন বের হচ্ছে এটা ঠিক উপরের সাইড দিয়েই বের হচ্ছে। তো এই ফ্যান laptop টিকে কতটা ঠান্ডা রাখতে পারছিল এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে? আমাদের বিচার বিশ্লেষনে মনে হয়েছে ল্যাপটপটা normal use এ তেমন একটা গরমই হয় না। মানে regular use এ খুব একটা গরম হবে না। তবে এরকম বাজেটেরই বিভিন্ন laptop কে আপনারা সচারচর আরো বেশি গরম হতে দেখবেন। সেই হিসেবে বলা যায় অনেকটাই কম গরম ছিল। আমার নিজস্ব যে laptop, ওইটা প্রচুর গরম হয়ে যায়। সেই তুলনায় এইটা অতটাও গরম হয় না। তাই বলা যায় যে এর cooling সিস্টেম টা আসলে বেশ ভালোভাবে কাজ করে। একই সাথে এর performance টাও ধরে রাখতে পারে।
Tamarind EX710G Pro:
Display | 14.0” (35.56cm) FHD (1920x1080) Matte LED Backlit Display with 45% NTSC |
Generation | Intel® 10 Generation Processor |
CPU | Intel® Core™ i7-1065G7 1.30GHz up to 3.90GHz |
Cache Memory | 8 MB Intel® Smart Cache |
RAM | 8GB DDR4 2666MHz RAM |
Storage | 512GB SATAIII M.2 2280 SSD |
Communication | Wi-Fi 5.0 (802.11ac) + BT 5.1 |
Color | Black |
Webcam : Laptop টি display র উপর আপনি one megapixel এর একটি webcam দেখতে পারবেন। যেটাতে এভারেজ একটা রেজাল্ট পাবেন কাজ চালিয়ে নেবার মত। আপনারা জানেন যে ল্যাপটপের ওয়েবক্যামগুলি সাধারণত ততটা ভাল রেজাল্ট দেয় না। সুতরাং এটা থেকেও আপনারা মোটামুটি ধরনের রেজাল্ট পেয়ে যাবেন এটা নিশ্চিত।
Price : Okay, এবারের price এর সম্বন্ধে কিছ বলার রয়েছে, অবশ্যই ওয়ালটন এর ল্যাপটপ সত্তর হাজার টাকা যেটা আপনাদের কাছে একটু বেশিটা বলেই মনে হতে পারে। প্রথমতো আপনার হয়তো মনে হতে পারে ওয়ালটন এতো দামি ল্যাপটপ তৈরী করে এমনটাই হয়তো বা আপনার জানা নেই। এখন ভাবতেই পারেন ওয়ালটনের ল্যাপটপ কিভাবে একটা মানুষজন এতো দামে দিয়ে কিনবে ? তো এই কেন কিনবে এই প্রশ্নের উত্তরটা আমি আসলে পেয়েছি এটা ব্যবহার করতে গিয়ে। ব্যবহার করতে গিয়ে মনে হলো যে না আসলে ওয়ালটন ভালো কাজ করছে এবং তারা এই ল্যাটপে যে দামটা রেখেছে হ্যাঁ সেটা একটু কম হলে আমাদের জন্য অবশ্যই ভালো হতো। দেশীয় প্রোডাক্ট দেশে তৈরি হয়েছে, সেই হিসেবে আমরা একটু কম দামে আশা করতেই পারি। তবে যেহেতু তাদের উৎপাদনের কম পরিমাণে করছে। যে কারণে প্রোডাক্ট কস্টিং বেশি হয়ে যায়। একটা সময় এমন হয়ত ভবিষ্যতে আসবে যখন ওয়ালটন ল্যাপটপের চাহিদা ও আস্থা আমাদের মাঝে তৈরী হবে। আর ততদিনে আশাকরি দামটাও সবার জন্যে সাধ্যের মধ্যে চলে আসবে।
Tags: Walton Laptop
Price, alton Laptop Latest Price, Walton Laptop Features, Walton
Laptop Review, Walton Laptop Unboxing And Review, Walton Laptop Official
Price, Walton Laptop Online Price.