Department of Disaster Management Job Circular | Application Last Date 30 January 2021.
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আকর্ষণীয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ( Department of Disaster Management Job Circular 2021 ) । দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত র্শূন্য পদসমূহে অধিক সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১ টি পদে মোট ১৪০ জন লোক নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকুরি পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার । তাই আবেদন করা মটেও ভুল হবে না।
আপনার যদি এই সরকারী বিজ্ঞপ্তীতে করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন চাকুরীর নিয়োগে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন ।
নিয়োগ বিজ্ঞপ্তীর জরুরী তথ্য:
প্রতিষ্ঠানের নাম: | Department of Disaster Management - দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। |
পদের নাম: | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। |
বিজ্ঞপ্তী প্রকাশ: | ২৭ ডিসেম্বর ২০২০ । |
সর্বশেষ সময়: | ৩০ জানুয়ারী ২০২১ । |
নির্ধারিত বেতন: | ৯,৩০০-২২,৪৯০ টাকা।। |
নির্ধারিত বয়স: | সর্বোচ্চ ৩২ বৎসর। |
শিক্ষাগত যোগ্যতা: | উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ। |
চাকুরীর ধরণ: | সরকারী। |
অভিজ্ঞতা: | কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।। |
কোটা: | প্রযোয্য । |
কর্মস্থান: | All Bangladesh । |
আবেদন প্রক্রিয়া: | http://ddmr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। |
বিজ্ঞাপনের উৎস: | Official Website । |
ওয়েবসাইট: | http://www.ddm.gov.bd/ |
বিজ্ঞপ্তী ডাউনলোড: | |
ইমেইল: |