Pran Company Job Circular 2020 | Application Last Date 25 November |
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: প্রাণ গ্রপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তী ২০২০ ( Pran Company Job Circular 2021 ) । প্রাণ গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। সাম্প্রতিক প্রাণ গ্রপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করেছে। প্রান গ্রপে এ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টারি ও ডিপোসমূহে বেশ কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। । আগ্রহ ও যোগ্যতা তাকলে আপনিও আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে ।
আপনার যদি এই বিজ্ঞপ্তীতে আবেদন করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন। নিয়োগের সকল তথ্য দেওয়া হলো-
■ নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম: Pran Group।
■ পদের নাম: ড্রাইভার।
■ বিজ্ঞপ্তী প্রকাশের তারিখ: ৩ নভেম্বর ২০২০।
■ আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২০।
■ নির্ধারিত বেতন: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ নির্ধারিত বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
■ পূর্ব অভিজ্ঞতা: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ কর্মস্থান: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ আবেদন প্রক্রিয়া: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ বিজ্ঞাপনের উৎস: ইন্টারনেট।