Ministry of Health and Family Welfare Job Circular November 2020 | Application Last Date 11 November.
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ ( Ministry of Health and Family Welfare Job Circular November 2020 ) । স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন নির্বাহী ও নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের মধ্যে একটি।এই অধিদপ্তরের প্রথম কাজ হল দেশের সর্বস্তরে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিকভাবে বিভিন্ন নীতি কার্যকর করা। যাহোক স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পদে নিম্নে বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত শাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরীকদের নিকট হতে অনলাইনে আবেদনের মাধ্যমে দরখাস্ত গ্রহন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন।
আপনার যদি এই সরকারী বিজ্ঞপ্তীতে করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকে নতুন চাকুরীর নিয়োগে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন ।
আবেদন সংক্রান্ত জরুরী তথ্য:
■ নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম: Ministry of Health and Family Welfare।
■ পদের নাম: বিভিন্ন পদে।
■ আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২০ ইং থেকে।
■ আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২০ ইং পর্যন্ত।
■ নির্ধারিত বেতন: জাতীয় বেতন স্কেল এ ৩২,৩০০/- ৩৫,৬০০/- থেকে ৫৬,৫২৫/- টাকা।
■ নির্ধারিত বয়স: সর্বোচ্চ ৩০ বৎসর।
■ যোগ্যতা: বিএসসি / এমবিবিএস /স্নাতক / স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন।।
■ আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। লিংক নিচে দেওয়া আছে।
■ বিজ্ঞাপনের উৎস: Jugnator, 08 October 2020।